শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫   চৈত্র ২০ ১৪৩১   ০৫ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৪

জবি মার্কেটিং বিভাগের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৪  

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মো. জহির উদ্দিন আরিফের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন বিভাগের শিক্ষার্থীরা।  

আজ (সোমবার) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যম্পাসে বিভিন্ন স্লোগান দিয়ে পদত্যাগ চেয়ে বিক্ষোভ করে তারা। এর আগে গতকাল চেয়ারম্যানকে স্বেচ্ছায় পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেন তারা। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী বলেন, গতকাল শিক্ষার্থীরা মার্কেটিং বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেন। তখন আমি সেখানে যাওয়ার পর শিক্ষার্থীরা আমার কাছে কিছু দাবি পেশ করে। এর মধ্যে একটি দাবি চেয়ারম্যানকে বরখাস্ত করতে হবে। এর জন্য কিছু আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তবে বিভাগের শিক্ষক হিসেবে চেয়ারম্যানের পদত্যাগের বিষয়টি আমি নিশ্চিত করেছি। কিন্তু তিনি এখনও পদত্যাগ না করায় আজ আবারও শিক্ষার্থীরা আন্দোলন নেমেছে। আমি তাকে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে বলেছি। কিন্তু সে পদত্যাগ করতে চান না। তিনি বলেন তাকে অব্যাহতি দিতে কিন্তু  আমি তো কাউকে অব্যাহতি দিতে পারি না।  

গতকাল চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ‘স্পষ্ট বিবৃতি’ শিরোনামে একটি বিবৃতি দেয় বিভাগের শিক্ষার্থীরা ।

এই বিভাগের আরো খবর